Tuesday, October 12, 2021

বোধন - সোহম মোদক [ইভেন্ট - দেবীপক্ষ]

বোধন
- সোহম মোদক

মহালয়ার সমাপনে দেবীপক্ষের সূচনা,
পিতৃপক্ষের অবসানে শারদপক্ষের রচনা।
মহাপঞ্চমী সান্ধ্যকালে বেলবৃক্ষ তলা,
এইখানে সম্পন্ন হবে দেবীর বোধন পালা।
দেবী মহামায়ার আগমনী গানে,
ঢাকের বাদ্দীর সুর যেনো বাজে প্রাণে।
শ্বেতশুভ্র কাশফুলের বনে লাগে বাতায়নের দোলা,
শরৎের আকাশে বয়ে যায় নিষ্পাপ মেঘের ভেলা।
শেফালী ফুলের সৌরভ আর পদ্মের উজ্জ্বল বর্ণ,
মনুষ্য হৃদয়ের যত গ্লানি, যত দুঃখ সব নিমেষে হয় চূর্ণ।
বঙ্গবাসীর হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন,
কচিকাচা থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেরই নুতন আভরণ।
অষ্টমীর মহালগনে দেবাঞ্জালির ঘটা,
মহানবমীর মধ্যগগনে আতসবাজীর ছটা।
দশমীর বিদায়বেলায় বিষাদের ভার,
বাঙালীর হৃদয় গর্ভ আজ অন্ধকার।।
শারদীয়ার অন্তরে সকলের সকল প্রার্থনা,
পূর্ণ করো হে প্রভু এই মোর বাসনা।।

No comments:

Post a Comment