পুজোর চালচিত্র
- গোবিন্দ মোদক
এবার পুজোয় দারুণ মজা থিম যে নানারকম,
মণ্ডপেতেই গ্রামের বাড়ি -- পায়রা বকম্ বকম্ !
কোথাও আবার মণ্ডপেতে টাইটানিকের শোভা,
ডাললেক বা আপেল বাগান বড়োই মনলোভা !
কোথাও দেখি লেহ্-লাদাখ --- বরফেতে মোড়া,
কোথাও আবার রূপকথার দেশ পক্ষীরাজ ঘোড়া!
কোথাও দেখি তাজমহল --- কোথাও লালকেল্লা,
কোথাও রঙিন কাঁচের ছটা, রঙের যেন জেল্লা !
কোথাও স্বর্গ কোথাও নরক মন্দির মসজিদ গির্জা,
কোনটা ছেড়ে কোনটা দেখি সবখানেতেই ভিড় যা!
তাই ভাবছি নিজের পাড়ার বারোয়ারিতেই থাকবো,
চালচিত্রের জাঁক দেখতে টিভিতেই চোখ রাখবো !!
No comments:
Post a Comment