মা আসছে!
- বিশ্বজিৎ কর
দেবীপক্ষের সূচনায়,
অদ্ভুত এক শিহরণ -
মহামিলনের মহামঞ্চে,
সম্প্রীতিরই স্পন্দন!
মা আসছে সদলবলে,
সাজ সাজ রব -
শারদপ্রাতের বাতাবরণে,
মনের মতো উৎসব!
মন্ডপে মন্ডপে ব্যস্ততা,
মায়ের আগমনে -
খুশির হাওয়া বইছে ঐ,
আনন্দ সর্বজনে!
তবুও কোথায় যেন,
বাজছে বিষাদেরই গান -
মাগো, মঙ্গল হোক সবার -
ধ্বনিত হোক জয়গান!
No comments:
Post a Comment