সত্যি দেবীপক্ষ
- সৌমী আচার্য্য
ঢ্যাংকুড়াকুড় বাদ্দ্যি বাজে মা আসছে ঐ
পুজোর ঘরে হচ্ছে জমা মুড়কি,মোয়া খই
সরোবরে হামলে পড়ে বাগ্দী পাড়ার ময়না
রোজ রোজ তো পদ্মকুঁড়ির এত দাম হয়না
আকাশ জুড়ে মেঘের খেলা নদীর পাড়ে কাশ
একলা মায়ের আঁচল জুড়ে বৃদ্ধাশ্রম সুবাস
এই তো সেদিন অন্ধকারে ঝাঁপিয়েছিল হায়না
কিশোরী মেয়ে গুটিয়ে থাকে কারোর বাড়ি যায়না
মহামারী ছিনিয়ে নিল রঙ বেরঙের শাড়ি
যুবতী সেই বৌটাকে আর নেয়নি শ্বশুর বাড়ি
এরপরেও দেবীপক্ষে জাগবেন মহামায়া
তবুও যেন আকাশ জুড়ে ভীষণ কালো ছায়া
মনের মাঝে আশা জাগে বছর বছর ধরে
এবার বোধহয় দেবীপক্ষে আঁধার যাবে সরে
শিউলি ফুলে ধূপের ধোঁয়ায় কাটবে সব কালো
দেবীর ছোঁয়ায় সবার ঘরেই জ্বলে উঠবে আলো
No comments:
Post a Comment