Tuesday, October 12, 2021

মায়ের ঠোঁটে থার্ড ডিগ্রির বরফ - নিমাই জানা [ইভেন্ট - দেবীপক্ষ]

মায়ের ঠোঁটে থার্ড ডিগ্রির বরফ
- নিমাই জানা

রাত্রিবেলায় মা হেঁটে গেলে আমি মায়ের চরণচিহ্ন ছুঁয়ে দেখি তিনি পদ্মের পাঁপড়ির ওপর পদ্মাসনে বসে আছেন আমি মৃত মায়ের আত্মাকে তুলে আনি মেহগনির গোড়ায় অদ্ভুত মায়া অন্ধকারে দিকে হেঁটে হেঁটে তলিয়ে যায় নিজে
দ্যাখো মা, বজ্রপাতে ক্রমশ মৃত্যুর সংখ্যা বাড়ছে

এখন মন্বন্তরের আকাশে আমি নিজের শরীরের ভেতর দীর্ঘকায় শরীরের মতো কাউকে বসবাস করতে দেখছি চোখের কাজল পালটে ঠোঁটে রাখি নিরাময়ের লাল বদ রক্ত, হাতে ছটফট করে ত্রিশূল , আমি এক ত্রিশূলের তলায় মৃতপ্রায় কংস বধের আয়োজন করি অসময়ের মৃত আত্মার জীবাণু দিয়ে , বিষধর সাপ নিজের ঠোঁট কামড়ে খায়

তবে আমি পর্ণমোচী বালক হয়ে যাই, মায়ের জীবাশ্মের পেছনে দাঁড়িয়ে নিজেকেই কখন হত্যা করি এই বিনীত সংসারের তরল বেল পাতা দিয়ে , অযৌন অথবা বিধবা সুপুরি পাতার প্রতিটি কিনারায় বেজে ওঠে বৈরাগ্য ধ্বনি
দ্যাখো মা ,বৃদ্ধাশ্রমের ভেতর ক্রমশ শ্বাসকষ্ট বেড়ে ওঠে

কোমর থেকে বের করে আনি লাল কাপড়ের টুকরো
সব সর্বংসহা , আদ্যা শক্তি , সর্ব দুঃখ বিনাশিনী কামাখ্যা দেবীকে রোপন করি আলোকিত স্থানে , মা আবার এক বুক জল থেকে উঠে আসেন কাগজের পোশাক পরে
শীতকালীন বিষ খেয়ে ব্রহ্মচারী হয়ে গেলাম

No comments:

Post a Comment