আগমনী
- গৌতম তালুকদার
মহালয়ার শুভ আগমন দেবী পক্ষের
শারদ প্রাতে মুখরিতো আকাশ বাতাস
খুশীর জোয়ার বিশ্ব বাংলার ঘরে ঘরে।
আসছে মা ঘোটকে চড়ে সিংহবাহিনী
ত্রিনয়নী দূর্গতিনাশিনি দশভূজা র্দূগা।
মা আমাদের বিশ্ব জননী মমতাময়ী অন্নপূর্ণা
মহিষাসুর নিধন কারিনি কাত্যায়নী ততো বার।
র্সগ মর্ত্য,পাতালপুরি কৈলাশ পতির অহংকার
একান্ন পিঠে পূণ্য তীর্থে মানব জাতির মুক্তি দ্বার।
সঙ্গে আছেন শ্রীগনেশ নিয়ে কলাবৌ বামে
ধনুকধারী যুবরাজ কার্তিক ময়ূর পঙ্খী চড়ে।
ধনধান্যে পূর্ণা লক্ষীদেবী বাহন নিয়ে পেঁচা,
দেবী বীণাপাণি সপ্তরাগের অধীশ্বরী বিদ্যাদেবী।
শারদ প্রাতের শুভক্ষণে মা রাখবেন চরণ দুখানি
আমরা অধম সন্তান শ্রীচরণে দেব পুষ্পাঞ্জলি।
মহালয়ার সুপ্রভাতে মাত্রী বন্দনায় পৃত্রী তর্পণ
মুখরিত আকাশ বাতাস মায়ের শুভ আগমনে।
No comments:
Post a Comment