ভিক্ষা করতে বোল না মা
- অমিতাভ দত্ত
প্যান্ডাল বাঁধব দুর্গা পুজোর এই আশাতেই জীবন
কোরোনার ঠেলায় দুর্গার গায়েও শিরশিরানি কাঁপন
কাঁপন দেখে দাদারা সব দিল পিছুটান
কোরোনা হেসে দুর্গারে কয় বাঁচাও এবার মান।
প্যান্ডাল বাঁধার শ্রমিক শেষে মা দুর্গারে কয়
দশভূজা হয়েও কেন এত তোমার ভয় ?
আমার ওপর ভরসা কর, কথা দিতে পারি
বাঁধব এমন প্যান্ডাল দেখো কোরোনা আসতে নারি।
দুর্গা সুধায় চুপি চুপি , শ্রমিক ভাইয়ের কানে
কোরোনাকে ভয় না করার মন্ত্র পেলি কোনখানে?
শ্রমিক ভাবে মনে মনে , মন্ত্র তন্ত্র কে বা জানে
প্যান্ডাল বেঁধে জীবন চলে কোরোনা থাক সঙ্গোপনে।
মাগো মা দুর্গা তুমি কাজের কথা শোন
মহিষাসুর বধে তো তোমার কষ্ট হয়নি কোন।
কোরোনাসুরকে মারতে এত ধানাই পানাই কেন
কোরোনা কে মারতে তোমার বুক ফেটে যায় যেন !
ভয়ের কথা বললে মাগো, দুনিয়া জুড়েই ভয়
কোরোনা এসে কখন যেন মরণের কথা কয় !
মরনের ভয় নাইকো মোদের প্যান্ডাল বাঁধার ভয়
প্যান্ডাল বাঁধা না হলে মা, মোদের মরন নিশ্চয় ।
টাকা কড়ি পাব কোথায়, ঘরে খাবার পাব কৈ
ভিক্ষার ঝুলি লয়ে পথে দু হাত পেতে রই !
ভিক্ষা করতে বলনা মা ভিক্ষা চরম লজ্জা
এর থেকে ভাল অনেক, বরন মৃত্যু শয্যা ।
অসাধারণ রচনা !!!
ReplyDeleteTruly Beautiful! Mesmerizing from start to end.
ReplyDeleteদারুন রসালো কবিতা। Humorous এবং সামাজিক বার্তা ও আছে।
ReplyDelete