পিছুডাক (সুরঞ্জনা - ১)
- অনিন্দ্য ঘোষ
সুরঞ্জনা তুমি আর একটিবার ফিরে এসো,
আরো একবার . . . . . . ,
এখানে জীবন থমকে গিয়েছে,
আবর্জনা আর আর মৃত মানুষের স্তূপে
হারিয়ে গিয়েছে জীবনের স্বতঃস্ফূর্ত ধারা,
চারিদিকে শুধু নিশ্চল হৃদয়ের ভিড়,
সুরঞ্জনা, মৃত এ শহরে বসন্ত আসে না আর,
এখানে কোকিল নয়, চিল আর শকুনের ভিড়,
তুমি হেথা বসন্তের গান হয়ে এসো, সুরঞ্জনা,
নবপল্লবে ভরো বিবর্ণ শাখা-প্রশাখা |
মৃত সৈনিক আজও পাহাড় চূড়ায় শুয়ে আছে,
বুকে তার রডোড্রেনড্রন,
হৃদয়ে এখনো তার
কোন সে সুদূর গাঁয়ে ফেলে আসা কিশোরীর প্রেম,
তার ছিন্ন রক্তাক্ত হৃদয়ে বেঁচে থাকা
প্রেমের পরশ হয়ে ফিরে এসো সুরঞ্জনা,
একবার, আরো একবার . . . . . . ||
Khub sundor
ReplyDeleteosadharon
ReplyDeleteভালো হয়েছে৷
ReplyDelete