Wednesday, October 20, 2021

ব্যথা ম্রিয়মান - মৃত্যুঞ্জয় হালদার

ব্যথা ম্রিয়মান
- মৃত্যুঞ্জয় হালদার

সেদিনের আলাপে আবেগ ছিল
ছিল আনন্দ মুহূর্ত
একসাথে পথ চলার অঙ্গীকার
বন্ধুত্বের নতুন এক অধ্যায়
অথচ অদেখায় ফোনাফুনি চলছিল বেশ
হারাচ্ছিল কথার খেই
তবু মন পড়েছিল অনামিকায়

অস্পষ্ট ভেসে ওঠে সেই মুখ
স্বতঃস্ফূর্ত চেহারার বইমেলা
অকস্মাত্ ভুলতে চায় চেতনার রং
এয়ারবক্সীর অধিকার মিথ্যে অভিনয় তার কাছে
রং নাম্বারে ঝুলে থাকে ব্যথা ম্রিয়মান!

No comments:

Post a Comment