Wednesday, October 20, 2021

অসুর নাশো মা - সুভাষ চন্দ্র রায়

অসুর নাশো মা
- সুভাষ চন্দ্র রায়

পুজো এলো,চলেও গেলো,রইলো পড়ে স্মৃতি,
সঙ্গে কিছু মন্দ ভালো,ভালোবাসার গীতি!
'আসছে বছর আবার হবে',এই ভরসা নিয়ে,
এই বছরে মাকে বিদায়,তাঁকে প্রণাম দিয়ে।

আগামীতে মায়ের কাছে,অনেক প্রার্থনা,
ভয়াল রোগের অট্টহাসি,মা,দেখতে আর চাই না।
এই অসুরটা বধ করো মা,দাও ফিরিয়ে হাসি,
মাগো আমরা সবাই তোমায়,ভীষণ ভালোবাসি।

আরও কিছু অসুর আছে,সবুজের ভক্ষক,
তাদের করাল গ্রাস থেকে,তুমিই মা রক্ষক।
নির্বিচারে সবুজ ধ্বংস,ভোগের লালসায়,
তোমার সৃষ্টি রক্ষা করার,নেয় না তারা দায়।

লোভের বশবর্তী হয়ে,খুলছে ধ্বংসের দ্বার,
আর কবে মা করবে বলো,এদের সংহার?
অসুর গুলো নাও মা তুলে,মানুষ গড়ো ভবে,
তবেই তোমার বসুমতী,সুখ শান্তি পাবে।

No comments:

Post a Comment