অপেক্ষার আনন্দ
- রবীন্দ্র মণ্ডল
সূর্যের সোনালি আলো মাখি দেহে
আকাশের নিল ত্বকে দৃষ্টি স্পর্শে ।
চারদিকে আজ ভালোবাসার অপেক্ষায় মেতে
প্রজাপতির সুন্দরী ডানার এলোমেলো ঝাপটা
ভ্রমরের গান গুন গুন সুরে
সোনালী রোদ্দুরে ঘুঘু পাখির ডাক
প্রকৃতির সকোল আনন্দ উপস্থিত, অপেক্ষারত
কনো এক সৌন্দর্য দর্শনে ।
আর আমার চোখে ভালোবাসার অপেক্ষায়
পথ হোয়েছে ফুলে সজ্জিত ।
প্রতিটা দৃষ্টিকোনা হানা দেয় পথের মাঝে
কনো এক চেনা মুখ দর্শনে ।
No comments:
Post a Comment