সেলাম পুলিশ কাকু
- তন্ময় সেন
অরণ্য মানে আমাদের কাছে প্রকৃতির রোমান্টিকতা,
জঙ্গলমহলীদের যে শাকসবজি আর ভাত দু'হাতা।
জীবনের সংগ্রামে শবর জাতির রয়েছে যে বদনাম,
অশিক্ষিত, অসামাজিক, অপরাধী আরো কত নাম!
আলোয় ফেরানোর লড়াইয়ে মাতলেন "পুলিশ বাবা",
করেছি পণ- করবো দূর সামাজিক বদনামের থাবা।
গড়লে তুমি মানুষ গড়ার কল সকল শিশুরই জন্য,
পড়ার সাথে জুটবে সবার বিনা বেতনে যে বস্ত্র অন্ন।
তাই, বেতনের সব টাকা ব্যবহৃত বিদ্যালয়ের তরে,
বাবার পেনশনের টাকায় নিজেদের পেট যে ভরে।
সেলাম "পুলিশ কাকু" সেলাম, তুমি মহান অরূপ,
তোমার ছত্রছায়ায় সমাজ পাবে আর কতই রূপ ৷
চারিদিকে যে যন্ত্রণার মাঝে আমরা করছি বিরাজ,
তোমাদেরই প্রয়োজন, মনুষ্যত্বে ভরবে এই সমাজ।
No comments:
Post a Comment