রঙিন স্বপ্নগুলো
- ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
রঙিন স্বপ্নগুলো সাজিয়ে রেখেছি শুধু
চুপিসারে নীরব মনের ধুসর আঙিনায়,
স্মৃতির পাতার ভাজে রেখেছো আমায়
অকারণে মনে দিয়েছো অনেক বেদনা।
ফেলে যাওয়া স্মৃতিরা দোলা দিয়ে যায়
অজান্তেই বলে যায় চির বেদনার কথা,
কথাগুলো ভেসে যায় তোমার আকাশে
আনমনে কান পেতে শুনেছো কখনও?
অচেনা সকালের কিছু কথা থেকে যায়
কাঁচা রোদের ছোঁয়ায় সুখের আবরনে,
নীলাকাশটা বিচ্ছেদ বেদনায় ক্লান্ত হয়ে
অনেক দুঃখ বয়ে আনে হৃদয়ের মাঝে।
কবিতায় আমরন লিখে যাই মনের কথা
রুপকথার ধুসর গল্প হয়ে থাকে হৃদয়ে,
আমার ইচ্ছেগুলো কেন যে থমকে যায়
কখনো আসেনা ফিরে সুখের আভা হয়ে।
No comments:
Post a Comment