থেমে থাকার কথা নয়
- মোঃ দেলোয়ার হোসেন
১
থেমে থাকার কথা নয়
শেকড়ে জলের ঘ্রাণ
২
থেমে থাকার কথা নয়
পাতায় পাতায় সবুজ
৩
থেমে থাকার কথা নয়
মাথার উপরে আকাশের রঙ
৪
থেমে থাকার কথা নয়
তোমার চুলের ফিতায় আমার প্রজাপতি মন
৫
থেমে থাকার কথা নয়
তোমার কাজল চোখে আমি পথ ভুলে যাই
৬
থেমে থাকার কথা নয়
আমার পায়ে পায়ে ধুলোমাখা পা
৭
থেমে থাকার কথা নয়
আমি জানি পথের শেষে দাঁড়িয়ে রয়েছে পথ
No comments:
Post a Comment