Tuesday, October 19, 2021

প্রকৃতির রক্ষা করো - রতন বসাক

প্রকৃতির রক্ষা করো
- রতন বসাক

প্রকৃতির দয়া পেয়ে বেঁচে থাকি রোজ
আরো কিছু পেতে গিয়ে করে চলি খোঁজ।
পৃথিবীটা ঘোরে বলে দিন রাত হয়
আলো দিতে সূর্য ঠিক এক স্থানে রয়।

কভু ধীরে কভু জোরে বায়ু বয়ে চলে
বেশি জোরে হলে পরে ঝড় তারে বলে।
আকাশেতে মেঘগুলো ভেসে চলে যায়
কালো মেঘে জল থাকে চাষি যারে চায়।

গাছগুলো ফুল ফল আর দেয় কাঠ
ফসল আমরা পাই চাষ করে মাঠ।
জলে থাকে মাছগুলো ধরে তারে খাই
গরু ছাগল পালনে মাংস দুধ পাই।

সবুজ গাছেরা সব অক্সিজেন দেয়
শুদ্ধ রাখতে দূষিত বায়ু টেনে নেয়।
ছয় ঋতু আসে যায় দুই মাস করে
নদী পুকুর শুকালে বৃষ্টি জলে ভরে।

প্রাণীর বাঁচার জন্য প্রকৃতির দান
ঠিক ভাবে রক্ষা করে রাখো তার মান।
আর যদি ক্ষুদ্র স্বার্থে নষ্ট করো সব
কাউকে বাঁচাতে ভবে পারবে না রব।

No comments:

Post a Comment