Wednesday, October 20, 2021

গল্পের শেষ নেই - বিপ্লব সরকার

গল্পের শেষ নেই
- বিপ্লব সরকার

সবার একটা গল্প থাকে, আমার ও আছে একটা।
কাহিনী খুব ছোট।  সব গল্প এর সমাপ্তি থাকে না-
ডোর কাটা ঘুড়ির মত,শেষটা কখনো পাওয়া যায়,
কখনো গাছের ডগায় ঝুলতে থাকে, অদ্ভুত, বিসদৃশ;
কখনো দুর আড়ালে ঘাসের উপর চোর পলিশ খেলে।
আসলে গল্পটা বলার নয়, একান্ত আপন অনুভবের।
শেষ বিকেলের পাখি- তার ডানায় ঘরে ফেরার ডাক,
গোধুলির ম্লান আলোয় মন্দাক্রান্তা মেঘ বিরহ বিধুর।
চিরন্তনের হারানো উত্তরীয় হিমালয়ের সাদা হিমঘরে ;
আজও গভীরতম সত্বায় ধ্বনিত বুদ্ধং শরনং গচ্ছামি...
সোমনাথের ধর্ষিতা দেবদসীর রক্তাক্ত অভিশাপ নামে;
নালন্দার অগ্নিস্নাত পুঁথির চিতাভস্মে কে যেনো কঙ্কাল-
এই আমির চির সত্বা পাহাড়,নদী,সাগর,অরন্য বিন্যাসে;
গল্পটা শুরু হয়েছে কবেই,কিন্তু শেষটা শেষ হয়নি এখনো ...

1 comment: