Wednesday, October 20, 2021

ফিরে দাঁড়াবো না আর - বহ্নি শিখা (উষা রানী দত্ত)

ফিরে দাঁড়াবো না আর
- বহ্নি শিখা (উষা রানী দত্ত)

লতার মতো জড়িয়ে ধরেছে মনের-প্রয়োজন,তোমার আমার। 

তুমি নেই বলে দূর্বাগুলো শুকিয়ে দৃশ্যত কাঠ,হাড়ে বিবর্ণ ছাইয়ের পরিনাম, 

তুমি নেই বলে পাখিরা বলেনি কথা,পালক ঝাড়েনি লুকোতে জল কান্নার, 

খুব ক্লান্ত,খুব ক্লান্ত লেগেছে আমার,হৃদয় ভেঙেছে কান্নায়। 

তুমি নেই আগুনে পুড়েছে সময় 
বাষ্প হয়ে উড়ে গেছে যতো জলাশয়, 

ধুসর নীলিমা স্বপ্নহীন,ছেড়ে গেছে স্বপ্নের নীল রঙ,মেহেদি আঁকা প্রিয়  আলিপন। 

কবে আসবে তুমি অপেক্ষার দেয়াল ভেঙে,অসহায় ইতিহাস দুপাশে সরিয়ে টোকা দেবে দ্বারে। 


ভাবনার দেয়ালে  টিকটকির ঠোঁট কেনো বাঁধ সাধে বার বার পলাশীর প্রান্তর ছোঁয়ে! 

কবে আসবে তুমি নেমে যাওয়া পারদের স্বাভাবিক উত্তাপ নিয়ে,দিনের প্রথম রোদের লম্বা ছবির মতো? 

কবে আসবে বলো ঝরাপাতায় মচমচ ধ্বনি তুলে লুকোচুরি খেলে ভালোলাগা মন? 

কবে আসবে আমার প্রাণের পরে হাসির ফোয়ারা বসিয়ে দোলনায় দেবে দোল?

তুমি ছাড়া  অন্ধকার পংক্তির ভুবন কুঁড়ি মেলে না দল,ছড়ায় না সৌরভ বিজাতীয় গাছের নিয়তির ক্রন্দন,  

তুমি ছাড়া হৃদয় সংসার নৌকো বিহীন অকূল পাথারে, দলছুট হাঁসের মতো বড় একা,অসহায়, 

তুমিহীন হলে ঝরে যায় কাব্যের আকাশ, মরুময় দৃষ্টির ঘোরে- মরিচিকার হাত ধরে ইতিউতি ঘোরে বেড়ায় মন, 

দেখো,তুমিহীন হলে আমি আর ফেরাবো না আমায়, ধ্বংসের পথে ছেড়ে দেবো ঠিক,ফিরে  দাঁড়াবো না আর।

No comments:

Post a Comment