Wednesday, October 20, 2021

আমাদের ছোটগল্প - পায়েল সেন

আমাদের ছোটগল্প
- পায়েল সেন

মনখারাপের মেঘ কেটে যাক,
অভিমান দূরে সরিয়ে রেখে,
আবারও তুমি কাছে এসে;
নাকে নাক ঘষে বলো - 
ভালোবাসাবাসী অনেক হলো চলো সম্পর্ককে একটা নাম দি!
হঠাৎ করে এই মফস্বলের অচেনা গলিতে
হাত ধরে বলো -
মান-অভিমান অনেক হলো চলো
খুনসুটিতে বাকি জীবনটা কাটিয়ে দি!
কোনো ভরা শ্রাবণের বৃষ্টিতে
আদরে-আবদারে ভরিয়ে দিও আমায়,
বৃষ্টির প্রতিটি ফোঁটায়
তোমার ছোঁয়া আগুন ধরাক এই পাগল মনে।
তারপর কোনো মাল্টিপ্লেক্সের এক কোণে
আলগোছে আগলে রেখে অতি সন্তর্পনে,
চোখে চোখ রেখে অনুভূতির গভীরতায়
আঙুলে আঙুল ছুঁইয়ে নিঃশব্দ প্রতিশ্রুতিতে
তোমার-আমার শর্তহীন ভালোবাসার নিবিড়তা,
উপন্যাস বা কাহিনী নয় বেস্টসেলার হোক ছোটগল্পের।।

No comments:

Post a Comment