Wednesday, October 20, 2021

পুজো আসে পুজো যায় - বারিদ বরন গুপ্ত

পুজো আসে পুজো যায়

- বারিদ বরন গুপ্ত


পুজো আসে পুজো যায়
কালের অন্তরালে সবই হারায়!
জীবনটা চলে  বাঁধাধরা  খেয়ালে,
এলোমেলো স্বপ্নগুলো
একের পর এক ভিড় করে
প্রদীপের ক্ষীনআলোয় নেঁচে বেড়ায়
বাঁচার ইতিহাস খোঁজে!

নদী আপন বেগে সাগরে হারায়
সহস্র শৈবালদাম
মাঝে মাঝে থামায়,
ভাঙা গড়ার মাঝে
রেখে যায় কিছু স্মৃতি
দীপ বদ্বীপ জনবসতি!

জীবনটা ও মাঝে মাঝে থামে
কামনার জটাজালে মরে,
সৃষ্টি ধ্বংসের মাঝে চিৎকার করে
ধীরে ধীরে নীরবে হারায়
নীলাম্বরীর ছায়ায়!!

No comments:

Post a Comment