Wednesday, October 20, 2021

বৈপরীত্য - শেখ আব্বাস উদ্দিন

বৈপরীত্য
- শেখ আব্বাস উদ্দিন

জনারণ্যে আমি একা, সঙ্গী বলতে কেউ নেই,
মৃত্যু কাতর হৃদয়, 
আর ক্ষুধার্ত অবসন্ন একটি কলম শুধু;
দুর্বিপাকের দিনে যখন কেউ থাকে না 
কলমকে চিবিয়ে খাই
যোনিতে নামাই সাঁতার শেখাই কিছুটা সময়, 
যতক্ষণ মন জ্বালায়।
সেই ই তো আমার মেধা মননের প্রহরী
চারপাশটা দেখে রাখে
প্রহেলিকার বুকে আগুন জ্বালায়
আমি আগুন খাই, আগুন পোহাই, দগদগে আগুন নিভে গেলে ম্লান আগুনের আঁচে

আধ পোড়া সিগারেটটা এখনও এ্যাস্ট্রেতে শুয়ে আছে
নিঃশব্দ ধোঁয়া ওর বড় প্রিয় ছিল 
যে ছেড়ে গেছে কিছুক্ষন হলো।
এখনো ক্ষীণ ধোঁয়া ঘুলঘুলিতে বসে আছে পা ঝুলিয়ে

শেষ পরিণতি সে ছাড়া আর সকলেই জানে
আজ স্কুল বন্ধ;
প্রেমিকটার কথা এত মনে পড়ছে কেন?

মায়ের রান্নাঘরে আজ চাল বাড়ন্ত মনে হয়

রূঢ় বাস্তব তোমাকে ঘেন্না করতে ইচ্ছে করে প্রবল
মন বলে বারবার প্রেমে পড়ি কল্পনার 
ভালবাসাকে ভালবাসতে বাসতে পাগল হতে ইচ্ছে হয়।

No comments:

Post a Comment