আমার ইচ্ছেরা...
- আশীষ গুহ
ইচ্ছেটাকে কবেই বেঁধে ফেলেছি
কর্তব্যের মরচে পড়া শিকলে...
তবুও মাঝে মাঝে ওরা মুক্তি চায়
স্বপ্ন হয়ে আবার নিশীথ কালে।
যদি কখনো আলো দেখতে চায়
বিধি নিষেধের গরাদ খানা ভেঙে,
রাতের শেষে নরম পায়ে আসে
ভোরের আলোয় কুয়াশা রঙে রেঙে।
ক্ষণিকের এই মুক্তি উল্লাস
ঈর্ষা হয়ে সবার চোখে ভাসে,
ইচ্ছেরা সব গুটিসুটি মেরে
লুকিয়ে পড়ে শামুক খোলসে।
মুখোশ বদল কাজের বাহার
আমি রাজা তুমি অধীন আমার,
ভাবতে ভাবতে দিন ফুরোলো
বিদায় নেবার পালা এবার!
খোলস ভেঙে ইচ্ছেরা সব
বেলাশেষে বিষণ্ন মনে,
কি পেলাম তার হিসেব করে
শেষ পাড়ানির কড়ি গোনে।
No comments:
Post a Comment