একঝাঁক কবিতা
- ঈশিতা পাল
একঝাঁক কবিতা লিখতে চাই,
দিনরাত শব্দ বুনি তাই-
নকশী কাঁথার মাঠ পেরোই কখনো,
হাজার সুতোর নকশা কেটে যাই।
কলম আজ রঙের দোয়াত হল,
ছবি আঁকতে বেলা যে ফুরল-
রংতুলির তুমি-আমি এখনো,
মুঠো মুঠো আবিরে সব রাঙাই।
কথারা আজ আপন ভোলা যে,
দিকবিদিক জ্ঞানশূন্য,পাগলপারা-
পাগলামির এই চিন্তা ভাবনাগুলোই,
রাশি রাশি মুক্তো হয়ে যায়।
খুব সুন্দর লিখেছো ঈশিতা ❤❤❤
ReplyDeleteঅনেক ধন্যবাদ।পাশে থাকবেন।ওয়েবসাইটের অন্য লেখাও পড়ুন।শেয়ার করুন পারলে।উৎসাহ পাব।🙏🙏
ReplyDeleteBesh sundar hoyeche tomar kobita.
ReplyDeleteঅনেক ধন্যবাদ।ভাল দাগলে আপনার প্রোফাইলে লিংক শেয়ার করতে পারেন।এভাবেই পাশে থাকুন।
ReplyDelete