Wednesday, October 20, 2021

অশ্রুপাত - জাফর পাঠাণ

অশ্রুপাত
- জাফর পাঠাণ

দুঃখকে নিংড়িয়ে বের করে নিতে তৃষ্ণ সুখ
দুঃখ ঘরে বাস করে, কদাচিৎ দেখায় মুখ,
দূরে ঠেলে ভয়- দুখের ওপর চালালে ছড়ি
হৃত সুখস্রোতের- বিপরীত পথকেই ধরি।

কলুষিত সুখ- স্বপ্ন এড়িয়ে- ভিন্নপথে চলি
আকাশ বাতাস- নিসর্গের সাথেই কথা বলি,
দুঃখ পুড়িয়ে, খাইদ ছাড়া সুখ সন্ধানে ঘুরি
আগ্নেয়গিরির লাভা নয়- সূর্যগোলকে পুড়ি।

মনের সাথে ভাব জমিয়ে দেহটি দেই ছাড়ি
ভাব ডানায় ভর করে- গ্রহান্তরে দেই পাড়ি,
সংঘাত-  প্রতিঘাত- করছে আমায় বিতৃষ্ণ
যতই করি পানি পান- তবুও মিটেনা তৃষ্ণ।

No comments:

Post a Comment