আবার আসবে ফিরে
- অমরেশ বিশ্বাস
সন্ধ্যাবেলায় আঁধার ছুটে এসে
কালো খামে ধরিয়ে দিল শমন
আকাশের বুকে উঠল বাতি জ্বলে
লক্ষী পেঁচা মেলে দিল ডানা
শঙ্খ বেজে উঠলো যত গৃহস্থের ঘরে।
এইতো কিছুক্ষণ আগে
বসেছিলাম দুজন
তখনও মিলিয়ে যায়নি আলো
শেষ বিকেলের
গোধুলির আলো পড়েছিল তোমার মুখের উপর।
প্রজাপতি উড়ছিল ফুল থেকে ফুলে
বেমালুম ভুলে গিয়েছিলাম
কেন সাক্ষাৎ করতে ছুটে এসেছি
মুখের পানে শুধু তাকিয়েছিলাম
হঠাৎই ঝড় উঠবে ছিল না জানা
ক্ষণিকেই সব লণ্ডভণ্ড হয়ে গেল।
ঝড় থেমে গেছে বটে তুমি আর নেই
স্বপ্নের মত ছিল সোনালি সে ক্ষণ
সেই স্মৃতি আঁকড়ে বসে রয়েছি এখনও
ফিরে কি আসবে আবার মনে পড়বে যখন?
অনবদ্য হয়েছে। খুব সুন্দর। অভিনন্দন জানাই।
ReplyDelete