অপেক্ষা
- পূর্ণেন্দু সিংহ
অপেক্ষা ....
অপেক্ষায় থাকবো।
মন আমোদিত করে
আনন্দ মুখরিত করে
অসুরাশক্তি বদ করে
ছিলে তুমি প্রানের অন্তরে ।
মিটালে তুমি মনের সুধা
জাগালে নতুন আশা
এই অতি মারির কালে।
মন অবসন্ন
হৃদয় ভগ্ন
ঝাপসা চোখে
দেখি তোমাকে
পায় না দেখিতে
অপেক্ষারত আমি।
No comments:
Post a Comment