ভালোবাসা
- অজয় শীট
জীবনটা চলছিল বেশ নিজের মতো করে।
হঠাৎ করেই তুই এলি মনের অন্তরে।
এগিয়ে যেতে চেয়েছিলাম তোকে সঙ্গী করে।
ভাবিনি একদিন চলে যাবি তুই ,অনেক দূরে।।
হঠাৎ এমন হয়ে যাবে করিনি তো আশা।
মিথ্যে ছিল না রে আমার ভালোবাসা।
স্মৃতিগুলো জড়িয়ে এখন রয়েছি আমি একা।
জানি হবে না কিছুই, কিন্তু মনটা যে বড্ডো বোকা।
বলেছিলি সঙ্গী হবি, ভুলবি না কোনোদিন
তবে কেন দেখতে হলো আমাকে আজ এই দিন।।
চাইছিনা তোর কোন ক্ষতি, ভালো থাক সারা জীবন।
আমি না হয় থাকবো একা, আঁকড়ে স্মৃতি আজীবন।
বলতে চাই শেষবার, করেছিলাম অনেক আশা।
মিথ্যে ছিল না রে আমার এ ভালোবাসা।
Valobasar kobita anek valobasa diye porl....khub sundor hoyeche
ReplyDeleteKhub sundor... eivbei likhte thak...☺️
ReplyDelete