তুমিতো সামান্য দেবী নও
- বরুণ চন্দ্র পাল
বাঙালীর ঘরে বিজয়া মানেই কার্ণিশ ছাপানো
নামে জলধারা অবিরল ।
মুছলেও যায়না থামানো...
কোথা থেকে লুকানো বয় অতো স্রোত ঢল্ ।
কন্যা উমাই মা ভাবনায় আদরণীয়া আজীবন
শিবসঙ্গ হেন উদাসীন স্বামী তাঁকে করতেই হবে ঘর ।
শ্মশান মশান ঘুরা যাযাবর নস্টালজিয়া পুরুষ
মধ্যবিত্তের ঘেরাটোপে মানায় এই ব্যভিচার ?
মেয়ে আমার সহনশীলা হাসতে জানে সরিয়ে রেখেও
সরল অভিযোগ ;
চাট্টি সন্তানের হ্যাপা সামলানো নন্দী ভিঙ্গীর আব্দার
চরস গাঁজা লেগেই আছে নিতুই ;
বাড়তি কল্কেতে আগুন যোগানো ।
দশদিকে দশ কান্ড বেটাচ্ছেলে নির্ঘুম থেকে থেকে
কিছু অনাসৃষ্টি না ঘটায় ।
জোর গাঁজার দমে না ভর্তি করতে হয় নার্সিং হোমে
তোমার আগমনে ধন্য হয় মাগো এই মর্ত্যভূমি
দেবতারাও জপে আরাধনা তুমি এমনই শক্তিদায়িনী ।
No comments:
Post a Comment