প্রেম এবং সুখ
- বিরথ চন্দ্র মণ্ডল
যৌবনে ছেলেটি কোন মেয়ের প্রসঙ্গ এলে
ভিমরি খেতো।ও এখন নির্ভেজাল গেরস্থালি।
অথচ ; যে বৃক্ষ প্রেমের সাধনা করে শাখা -
প্রশাখা - শেকড়ের প্রক্ষেপন বুঝেছে.....
তার তলায় কেউ প্রদীপ জ্বালায়নি।
কিংবা জ্বালালেও অচিরেই নিভেছে।
ছিল রাধা এবং কৃষ্ণের প্রসঙ্গ
ওদের প্রেম কথা ফল্গুধারা হয়ে নিরবে বয়ে যায়
বোধের তত্বকথায় তুলসী পাতার মতো পবিত্র মাখে।
বার বার শুধরাবার, ঘষে মেজে ঠিক যেন
গৈরিক মাটি।..... আর....
অন্য কেউ তাড়নার, সুখ -সুখ বাসনার -
আমিত্বেই ভর - পুর "আমি"....।
আমাদের বেঁচে থাকা
- বিরথ চন্দ্র মণ্ডল
জলের অক্ষরের অসম্ভব মরণ যন্ত্রনা।
জলের ভেতর পচে যাওয়া লাসের মতো ,গন্ধ বেরোয়। ধান আর পৃথিবী দেখে না।
এভাবে বৃহৎ নগর জলে ডোবা গ্রাম।
অন্ন চাই - প্রান চাই 'র দগদগে ঘা।
আসলে পরিকল্পনাহীন বেঁচে থাকার ,
আত্মস্বার্থে বেঁচে থাকার শুরু হওয়া অযুত অধ্যায়।
তবু বাঁচে অলিক পালক....
শিখে নেয় ডুবসাঁতার, ঋজু পাঠ ...
প্রকৃতি র পাঠানো নীল খামে।
No comments:
Post a Comment