Tuesday, October 19, 2021

আমি ও ভালো নেই - জয়নাল আবেদিন

আমি ও ভালো নেই

- জয়নাল আবেদিন


বারংবার তোমার কথাটাই কানে আসে,
সে দিন বলেছিলে- আমি চলে যাবার পর
তবেই আমাকে খুঁজবে সকলে । অভিমানে-
না, আত্মসম্মান রক্ষার্থে কথাটার উৎপত্তি
সে সময় ঠিক বুঝে উঠতে পারিনি ।

আমি কিন্তু তোমাকে আঁকড়ে থাকতেই চেয়েছিলাম, আমার অনুপযুক্ততা, তোমার গ্রহণযোগ্যতার মাপকাঠিতে ধরা পড়েনি।

পৃথিবীটা বড় অদ্ভুত আশ্রয় স্থল। যে ঠাঁই চায়
সে পায় না। যার দীর্ঘ সময় থাকার প্রয়োজন,
সে কত অল্প সময়ে চলে যায়। হয়তো আর
একটু সময় থাকলে- কত পরিবর্তন হতে পারতো
ধূসর এই দিনগুলো।

মাঠে মাঠে সবুজ ফসলে ভরে যেতো। রাতের চাঁদ জ্যোৎস্নায় ভরিয়ে দিতো সারা মাঠ। পাখিরা
ভোরের আলোয় কলতানে মুখর করে দিতো সারাটা গ্রাম । পাখির ডাকে ঘুম ভাঙতো কৃষকের। আবার শুরু হতো একটা নতুন দিনের।

তুমি চলে গেলে, চাঁদ আর ওঠে না।
পাখিরা আর তেমন ডাকে না, কেমন
নিশ্চুপ গোটা গ্রামখানা । নতুন দিন আর হয় না।
আমিও আর ভালো নেই, ফিরে যাবো তোমার কাছে।

No comments:

Post a Comment