আকাশ মানেই...
- ফরমান সেখ
আকাশ মানেই, মাথার উপর
বিশাল সবুজ ছাতা,
আকাশ মানেই, অসাধারণ
রঙের ম্যাজিক খাতা।
আকাশ মানেই, রাতাকাশের-
হাজার উজ্জ্বল জ্যোতি,
আকাশ মানেই, একটি শশী
হাসে আঁধার রাতি।
আকাশ মানেই, মেঘের ছায়া
কত নানান সাঁজে,
আকাশ মানেই, রবির প্রভাব
সকাল-বিকাল- সাঁঝে।
আকাশ মানেই, মেঘের কোলে
একফালি রঙধেনু,
আকাশ মানেই, সোনার যত
উজ্জ্বল আলো রেনু।
আকাশ মানেই, বায়ুর পথে
পাখির ছন্দ ধারা,
আকাশ মানেই, উড়ো- জাহাজ
শুন্যে ভ্রূমন করা।।
No comments:
Post a Comment