Tuesday, October 19, 2021

তৃতীয় উপসর্গ দোষ অথবা শুক্লপক্ষ - নিমাই জানা

তৃতীয় উপসর্গ দোষ অথবা শুক্লপক্ষ
- নিমাই জানা

এই জরায়ুময় অন্ধকারের মাঠে এসে মাঝে মাঝে হারিয়ে ফেলি বাণপ্রস্থের তৃতীয় উপসর্গ দোষটি ,

দেহের মধ্যমাংশ থেকে বের করে আনি আমার অগ্রজ শিরদাঁড়া ও অনুসর্গ কাঁটা কম্পাসের দেহ গহ্বরকে
পায়ের কাছ থেকে বের করে আনি অঙ্গুরীমাল ও পিলসুজ  ৯১ রঙের বর্ণহীন নারীময় ধ্রুবতারাদের শরীর
মধ্যাহ্নকালীন বর্ণমালা ভেঙে বাবা একদিন মাঠের থেকে ফিরে এসে আমাকে নতুন ধুতি পরিয়ে দিলেন

আমি তখন বেদনার্ত গানের পর অশ্বক্ষুরাকৃতি হ্রদ আর বৈষ্ণব চিহ্ন থেকে নেমে অসীম বটবৃক্ষের তলায় ফণীমনসার দেহে বৃত্তচাপ রোপণ করছি  ,
অদ্ভুত রঙের মায়ের হাফ কড়ে আঙ্গুল থেকে বের করে আনছি বিদ্রোহের বিষুব রেখা
তারপর থেকে সকলেই নদীয়া নগরের ভূগোলক সিন্ধু উপত্যকা নগরীর অপালা নারীর জীবনচরিত পড়ছে অন্তিম  শয়ান কক্ষে

অশ্বত্থ বৃক্ষের পাশ দিয়ে হেঁটে চলছি খালি পায়ে , আমাদের সকলের হাতে একাদশ তুলসী পাতা , এক মুষ্টি তরল  মৃত্তিকা ,এক ছটাক ইক্ষু রস , দুই কপর্দক মুদ্রা, তিনটি সাদা শাড়ির সম্প্রদান লিখছি নৈঋত বর্ণে

এখন পদ্মাসনে বসে আছি  , শুক্ল পক্ষের দশম্যাং তিথৌঃ
প্রদীপ নির্বিকার জ্বলছে 

No comments:

Post a Comment