অপরিণত মন
- শিবপ্রসাদ পুরকায়স্থ
কেউ যদি তার নিজের কবর
আপন হাতে
খুঁড়তে থাকে,
করছে না ঠিক হিতৈষী তার
কঠোর ভাবে
বলবে তাকে ।
তা না করে তার ঘা যেথায়
খুঁচিয়ে যদি
বাড়ায় আরো,
ভালো মানুষ আদৌ সে নয়
থাকতে পারে
দ্বিমত করো?
প্রতিবেশীর পুড়তে দেখে
আত্ম হারায়
যেজন সুখে,
সেই আগুনের ফুলকি এসে
জ্বলতে পারে
তাহার বুকে।
প্রচার বিমুখ অতি প্রচার
মাত্রা ছাড়ায়
দুয়ের যদি,
মনের অসুখ ভাঙবে শরীর
গড়েনি কেউ
আজ অবধি।
কবর খোঁড়া শুরুটা হয়
হীন মননে
সেদিন থেকে,
বড়ো মনের মানুষ হলে
পরের সুখে
হাসতে শেখে।
No comments:
Post a Comment