আমার আমি
- শম্পা ঘোষ
বৃষ্টির ফোঁটায় লিখে যাবো আমি আমার কথা
থাকবে তাতে গভীর গোপন ঢেউ ও ব্যাথা ।
অভিমানগুলো জমে জমে তৈরি হয়েছে পাহাড়
আমার অভিমানের খোঁজে নেই তো দরকার ।
আবেগের চিঠিগুলো জমা হয়েছে অনেক
হতে পারে তা কারো কারো কাছে ভেক ।
হৃদয়ের ডাক বাক্সে রেখেছি তাদের জমা
জীবন নামক জতুগৃহ কাউকে করে না ক্ষমা ।
এক মুঠো আকাশের জন্য আমি হন্যে হয়েছি
স্বাধীন এক সত্তার খোঁজে আমি যে চলেছি ।
ভাঙা ডানায় ভর দিয়েই আমি দাঁড়াতে চাই
নিজেকে রোজ একটু করে যেন ফিরে পাই ।
আমার এ আমিটাকে এখনও চিনতে রয়েছে বাকি
এ কাজে আমার এখনও কিছুটা রয়ে গেছে ফাঁকি ।
হৃদয়টা নিজেকে গুটিয়ে নিয়ে গিয়ে বাঁচে
স্পষ্ট ছবি কি ধরা পড়ে কখনো ভাঙা কাঁচে !!
No comments:
Post a Comment