Tuesday, October 19, 2021

তোমার তুলনা নেই - সুজন দাশ

তোমার  তুলনা নেই
- সুজন দাশ

তোমার তুলনা নেই পৃথিবীতে মা তুমি সবার সেরা,
নির্ভরতার প্রাচীরের মত ভরসার তুমি বেড়া।
আপদে বিপদে আগলাও বুকে,
পাশে পাশে থাকো কষ্ট ও দুখে।
প্রাণে এঁকে দাও আলোর ইশারা বাঁচার শক্তি যত,
যোগাও সাহস দাও বরাভয় মুছে দাও মনে ক্ষত।

হাজার জ্বালাও যন্ত্রণা সয়ে হাসি টুকু ধরে রাখো,
মায়া মমতার অটুট বাঁধনে প্রেরণার ছবি আঁকো।
ছায়ায় মতই রাখো সবে ধরে,
কিছুই রাখো না আপনার তরে।
শান্তি ও সুখ নিয়ে আসো ঘরে একেবারে মন মতো।
লড়ে যাও তুমি আপনার স্থানে ভয়হীন অবিরত।

সন্তান যেন প্রাণের পক্ষী তুমি যেন খাঁচা তার,
নিতে পার তাই হাসি মুখে সব কষ্ট ব্যথার ভার।
ভবিষ্যতের মুখপানে চেয়ে,
প্রতিকুলে তরী যাও তুমি বেয়ে।
ঝড় ঝঞ্ঝায় নাবিকের মত ধরে রাখো তুমি হাল,
তোমার বিহনে সংসার যেন নাবিকের ছেঁড়া পাল।

No comments:

Post a Comment