Tuesday, October 19, 2021

আগুনে শিখা - পরাগ ভট্টাচার্য্য

আগুনে শিখা
- পরাগ ভট্টাচার্য্য

আগুন জ্বলছে, দাউদাউ করে
যার লেলিহান শিখা দেখা যায় বহুদূর হতে,
ইন্ধনের যোগান পাচ্ছে নিয়মিত
প্রশ্ন সেখানেই, আগুন কি লাগিয়েছে নিজ হাতে?

সব জ্বলছে , অঙ্গার জ্বলে হয় ছাই
আগুন কি জোর করে নিভিয়ে দেওয়া যায়?
দাবানলের উত্তাপ অনুভূত , লক্ষ্য মাইল দূর
সে যে সর্বভূক, পুড়িয়ে খাক করে দেয়;

যখন গভীর জ্বলন মনের ভেতরে
সকল বিসদৃশ ভাবনাগুলো জ্বালিয়ে দিয়ে
আগুন চোখে করি বিশ্লেষণ
শরীরে জ্বলন নেই, তবুও তীব্র কষ্ট হয়!

সমাজের দাহ্য জিনিসগুলো, হেঁটে বেড়ায়
আগুনে নিরন্তর দহনের প্রয়োজন,
লকলকে শিখার ঠিকানা আকাশের শেষ বিন্দু
লক্ষ্য চেনা মুখোশে ঢাকা অসুর নিধন।

No comments:

Post a Comment