পথ শিশু
- প্রদীপ কুমার মাইতি
পথ শিশুরা পথে পথে ঘুরে,
পথেই তাদের ঠিকানা।
পথেই আহার পথেই বিহার,
পথ ছাড়া সবই অজানা।
তাদের জীবনের স্বপ্ন গুলো,
অজানাই থেকে যায়।
ঝড় বৃষ্টি শীতে জুবুথুবু ,
অনাহারী হয়ে রয়।
ক্ষুধার জ্বালায় পথে পথে ঘুরে,
খাবার জোটেনি হায়।
বাবুদের দ্বারে দাঁড়িয়ে,
বিতাড়িত হয়ে যায়।
ক্ষুধাতুর শিশু ডাষ্টবিন দেখে,
রাস্তার পাশে এসে।
এঁটো পচা খাবার পেয়ে যাবে,
মুচকি হাসি হাসে।
কারোর দয়ায় হয়তো কোনদিন,
খাবর দুমুঠো পায়।
জোটেনা যেদিন কিছুই সেদিন
ভুখা পেটে থেকে যায়।
চায়ের দোকানে কেউ থেকে যায়,
কুলির কাজে ও যায়।
রাতের বেলায় ঘুমাতে হলে,
ফুটপাত বেছে নেয়।
ভাগ্য চক্রে পথ শিশুদের,
ঘুরছে জীবন চাকা।
অবহেলা আর অনাদরে,
কেবলই বেঁচে থাকা।
আমরা যদি এক হই সবে,
একটু বাড়াই হাত।
মিটবে তাদের ক্ষুধার জ্বালা,
পাবে দুমুঠো ভাত।
ছুটবে না আর ক্ষুধার রাজ্যে,
যত থাক অবহেলা।
নতুন প্রভাত আনবে তাদের,
জীবন ছন্দে মেলা।
No comments:
Post a Comment