তপস্যা সকাল
- রিয়া চক্রবর্তী
যেই প্রেমে মীরার বুক পোড়ে সেই প্রেমে পোড়ে না কোনও দ্বারকা নগর! যে অপমানে সীতার মন পোড়ে সে অপমানে জ্বলে যায় না কোনো অযোধ্যা! আকাশ আর সমুদ্রের মিলনে, যোগ তপস্যায় মগ্ন হয় পৃথিবী।
বুকের মধ্যে সূর্য পোষা আছে। ভালোবাসা চিতার আগুনে পুড়িয়ে , ঈশ্বরী যাবেন গঙ্গাস্নানে! সবুজ গাছপালায় ভরে যাবে বন্ধ্যা পৃথিবী! পৃথিবী ধ্যানমগ্ন হয়ে শুনবে উদাত্ত কন্ঠে ঈশ্বরীয় উচ্চারণ!
"ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।
ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।"
No comments:
Post a Comment