Tuesday, October 19, 2021

মিডল অফ দ্যা এইজ - জেবুননেসা হেলেন

মিডল অফ দ্যা এইজ
- জেবুননেসা হেলেন

দ্বৈত স্বত্ত্বার স্ফুলিঙ্গে
 যদি জ্বলে ওঠে অন্তর;

অবান্তর প্রশ্ন সমলে রেখে
জিজ্ঞাসু চোখ মেলে দেখো,
কতটুকু বুঝছো আমাকে?
আমি ই বা কতটুকু 
বুঝতে পেরেছি তোমাকে?

সময় জ্যোৎস্নায় জ্বলে
পথ হেঁটে গেছে বিপরীতে ;

শুধু জ্যোৎস্নার নিভন্ত 
আলোটুকু পড়ে আছে
আঁধার পেরোনো ভোরের হাতে।

কিছু ছায়া, কিছু আবছায়া... 
কিছু পিছু নেয়া সংকোচ -ভয়।

আবার হাত ছানি দেয়া
ভোর আর রাতের অপেক্ষা। 

এসো,আড্ডা দেই;
এসো, কথা-কাটাকাটি 
আর কিছু তৃণসম স্মৃতির 
ফানুস ওড়াই;
হাতে হাতে ছুঁয়ে গেলে হাত
অথবা দৃষ্টিতে পাপড়ির কম্পন ;
কম্পাংক মাপি চলো,
সম্পর্কের ঝুলে যাওয়া বিপাকক্রিয়ায়। 

কি! আসবে তো?

No comments:

Post a Comment