Friday, September 10, 2021

অবরুদ্ধতার পরে আলো - মোহাম্মদ শহীদুল্লাহ [ইভেন্ট - ছুটির দিন]

অবরুদ্ধতার পরে আলো

- মোহাম্মদ শহীদুল্লাহ


পল্লবীদের স্কুলের দীর্ঘ দেড় বছরের করোনাকালের ছুটি শেষ হতে চললো 
সবাইকে নিয়ে একটু স্পেশাল ঘোরাফেরা করতেই প্রস্তাবটা বাবা  নিজেই দিলেন।
কে, কোথায় বেড়াতে যেতে ইচ্ছুক তার মতামত জানতে চাচ্ছেন ।
ড্রয়িংরুমে সবাই চা-বেলার নাম ধরে আড্ডার আবহে ।
চামেলি জানালো ওর পছন্দের জায়গা টাঙ্গুয়ার হাওড়।
বাবলা বললো, চলো-- ঝিলিক সিনেপ্লেক্সে দারুণ একটা ইরানী চলচ্চিত্র দেখাচ্ছে ।
মা বললেন, থাক আজেবাজে না ঘুরে বাসায়ই থাকি সবাই ।সকালে ফ্রায়েড রাইস আর গরম কফি ।দুপুরে। কপির বড়া,হাঁসের মাংশ-----।
কথার শেষটা বলার আগেই বাবার বিরক্তি, নাহ,এভাবে সাতজনে সাতমত দিলে তো সঠিক ডিসিশন নেয়াই মুশকিল ।
পল্লবী পড়ার টেবিল ছেড়ে মায়ের কাছে এলো ।
আমি বলি কি ,মায়ের কথামতো সবাই বাসাতেই থাকি ।

ও বললো,এই লম্বা ছুটির সময়টা ক্যামন করে যেন চলে গেল ।এইভাবে না বেরিয়ে বৃদ্ধাশ্রম " নিবিড়" -এ চলো,   দাদিমাকে দেখে আসি সবাই।

2 comments: