Tuesday, September 7, 2021

আগমনীর আশায় - শম্পা ঘোষ

আগমনীর আশায়

- শম্পা ঘোষ


পেঁজা সাদা মেঘের রাশি
নিয়ে আসে শরৎ ঋতু
মনে মনে সবাই খুশি
চায় সে হোক না থিতু ।

ভোরের বেলা ঘাসের উপর
শিশির কণা পড়ে ঝরে 
শিউলিরানী তার রূপের ডালি 
 নিয়ে হাজির এই ধরার পরে ।

আকাশ বাতাস উঠলো মেতে
আগমনীর গানের সুরে
খুশিতে মন উঠছে নেচে
চাইছে সে  যেতেই উড়ে ।

কাশের বনে লেগেছে দোল
নদীর ধারে বেঁধেছে সারি
ইচ্ছা তাদের মায়ের সাথে
হিমালয়ে  দেবে পাড়ি ।

মা আসছে বাপের বাড়ি
আবার একটি বছর পরে 
ছেলে মেয়ে সাথে নিয়ে
মর্ত্যবাসীর আনন্দের তরে ।

ঢ্যা়ং কুড়া কুড় বাদ্যি বাজে
আগমনীর আসার আশায় 
চোখ থাকবে পথের দিকে
বরণ করে নিতে মা রে ।

No comments:

Post a Comment