Tuesday, September 7, 2021

নিষ্প্রভ - শিশির দাশগুপ্ত

নিষ্প্রভ

- শিশির দাশগুপ্ত


তাকিয়ে দেখিনি কখনো মঞ্চ-সরণী
নিঃশব্দে দেখেছি মঞ্চ-বিপণী
চুড়ান্ত অশ্রদ্ধায় হেঁটে গেছি উল্টো পথে
জাগ্রত থেকেছি বন্ধু-সমাগতে

হিরে-মানিকেরা শরীর দোলায় ছন্দে
সুন্দরী কবিতা পড়ে ; চুড়ান্ত দ্বন্দে
সন্ন্যাসী বাঘ-নখ ধার দেয় আড়ালে
চুম্বকীয় শক্তিতে নারী যায় আবডালে

দেখেছি, জেনেছি, বুঝেছি আসল পথ
চিরন্তন ঠকানো পথে হুমড়ি খায় সৎ
আকালের সন্ধানে কখনো ডাক আসে আমার
শীর্ণকায় শব্দভান্ডারে বেজে ওঠে সেতার

দেখেছি মঞ্চে আদরের বিস্তার
দেখেছি পাঠ শেষে জনাকয়েক কবুতর
আমি মাংসাশী জেনেও পাখা মেলেনি ওরা
আলো গায়ে যতই মাখো, কখনো হবে না তারা

সুপ্তশলাকার মতো আমি ঘিনঘিনে আলো
শেষবেলায় অন্ধকারে আরো হয়েছি কালো
পলাশ, শিমুলে শব্দ বসাও তোমরা যত খুশি 
শব্দ প্রকাশ পায়নি আমার, কীভাবে বলো তাকে বাসি?

তাকিয়ে দেখিনি কখনো মঞ্চের সিঁড়ি
প্রয়োজন নেই, কবিতা পড়ি ও শুনি মাটিতে পেতে পিঁড়ি।

4 comments: