Tuesday, September 7, 2021

উদয় হলে - সুভাষ নারায়ণ বসু

উদয় হলে

- সুভাষ নারায়ণ বসু


গোধূলি লগণে রাঙিয়ে আকাশ
অস্তগামী সূর্য
মিটি মিটি হেসে কয়
আমার বিদায়ের তরে
তোমাদের শশী
কেমনে তাকিয়ে রয় ।
শরতের আকাশে পূর্ণিমার চাঁদ
জোছনা বিলায়ে পেতেছে ফাঁদ
কবির অন্তরে
না জানি কোন বেশে ।
চুপি চুপি বলে কানে কানে এসে
যে আলো দিয়ে যাই তোমাদের ভালোবেসে
সে নহে আমার নিজস্ব দান
সবটাই রবির অবদান ।
রজনী শেষে উদাসভাবে
বিধু এই কথা বলে
আমার হাসি মিলিয়ে যাবে
ভানুর উদয় হলে ।

No comments:

Post a Comment