Tuesday, September 7, 2021

ফিরিয়ে নিয়ে চলো - অজয় শীট

ফিরিয়ে নিয়ে চলো
- অজয় শীট

ছোট ছিলাম ভালোই ছিলাম 
হলাম কেন বড়ো ?
ফিরিয়ে নিয়ে চলো আমায়
ওই দেশেতেই আরো।।
ফিরে গিয়ে দেখবো আবার।
শৈশবের সেই কাজ কারবার।।
বৃষ্টিদিনে নৌকো ভাসায়।
আনন্দ পায় বৃষ্টি আসায়।।
সেদিনকার সে নানান খেলায়
এখন ও এ মন কে দোলায়।।
শৈশবের সেই আদর খাওয়া
এখন যে আর যায় না পাওয়া।।
সামান্য সেই ভুলের জন্য
মায়ের, লাঠি হাতে ছুটে যাওয়া।।
তখন ভাবি বড়ো হবো
বড়ো হয়ে বিদেশ যাবো।
এখন মোটেও লাগছে না আর ভালো।
শৈশবটা ছিল যেন এক অন্ধকারের আলো।।
দিনগুলো সব ফুরিয়ে গেল
স্মৃতিগুলোই পড়ে রইল।।
দেখি যখন স্মৃতিগুলো,
 মনে মনে ভাবি আমি
শৈশবের ওই দিনগুলো সব 
আমার কাছে ভীষণ দামি।।
চাইনা যে আর বড় হতে
ফিরে যেতে চাই ওই দেশেতে।।
থাকবো সবাই মিলেমিশে
আনন্দ আর হাঁসি খুশিতে।।

2 comments: