Tuesday, September 7, 2021

তারা খসার আগে - সঞ্জীবন সিংহ মহাপাত্র

তারা খসার আগে
- সঞ্জীবন সিংহ মহাপাত্র

তোমার এখনও অনেক গুলো বসন্ত কাটানো বাকি,
অনেক ফুলের ফুটে ওঠা দেখা বাকি, তোমার এখনও অনেক সমুদ্রের ঢেউ গোনা বাকি,
আমার হাতে আর মাত্র কয়েকটা দিন শেষ হয়ে  যাওয়ার জন্য,চিরবিদায় জানানোর জন্য।

আমার জীবন ফুলের মতো কিমবা রামধনুর মতো রঙ্গিন নয়। আমি বরং অনেকটা রং চটে যাওয়া দেওয়াল এর মতো,অথবা নিভে যাওয়া রংমশালের মতো।

আমার শরীরে সবসময় যুদ্ধের দামামা বাজে,আমার হৃদয় বার বার আবেগ হানা দেয় বোমারু দুঃখ নিয়ে।
বার বার আমি পুড়ে হিরোসিমা-নাগাসাকি হয়ে যাই।
আমার চোখ দিয়ে সহস্র বর্ষা ঝরে পড়ে অজান্তেই।

তোমার এখন সূর্যের মতো জ্বলে ওঠার সময়, আর তোমার উজ্জ্বল্যে জ্বলে উঠবে পুরুষ, প্রান পাবে প্রেমিক, পথ ভ্রান্ত পথিক পাবে দিশা। শব্দ হারানো কবি আবার ধরবে কলম , ফুটে উঠবে ফুল,পাখিরা ডেকে উঠবে গাছে। 

আমার শহর জুড়ে শুধু অনন্ত রাত্রি, কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো প্রাণ নেই, কোথাও কোনো বৃষ্টি নেই, কোথাও কোনো সবুজ নেই, কোথাও কোনো জীবন নেই।

তুমি বরং উড়ে যাও পাখির মতো, ডানা মেলো নীল আকাশে, ভাব জমাও মেঘের সাথে।তাদের সাথে ভেসে বেড়াও সাত সমুদ্র তেরো নদীর পারে। রামধনুর থেকে লাল রং নিয়ে নিজেকে সাজাও নতুন করে। আর যদি যদি কখনও দেখা হয় তারাদের সাথে, তাদের বোলো,এমন একটা কবি ছিল যে তার কলম দিয়ে সবার দুঃখ মুছতে চেয়েছিল।

1 comment:

  1. মৌমিতা দত্তSeptember 9, 2021 at 1:31 PM

    খুব সুন্দর লিখেছেন।

    ReplyDelete