Tuesday, September 7, 2021

ভালোবাসার জীবাশ্ম - শ্রী রাজীব দত্ত

ভালোবাসার জীবাশ্ম
- শ্রী রাজীব দত্ত

আমার অভিমানগুলো বড় তুচ্ছ
সেই চলে যাওয়া অভিমানির কাছে।
আমার বলা প্রতিটা শব্দই
আজ যেনো শব্দ দূষণ তার কাছে।
স্পর্শ তো দূরের কথা
তার সীমানার মধ্যে আমার ছায়াটুকু নিষিদ্ধ।
এমনই হয় মনে হয়,
সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে গেলে
সেই আপন মানুষ টাও যায় চলে।
মনের মধ্যে যার অবাধ বিচরণ
সেই সম্মুখে অপরিচিত।
অনেক সংশয় আর প্রশ্নেরা ভিড় করে মনের ভেতর,
যদি হাতটা ধরি আরো একবার?
যদি বলি ভালোবাসি?
যদি হাটতে চাই আবার আগের মত একসাথে?
যদি না বলা সব কথাগুলো বলতে চাই?
সে কি শুনবে চুপটি করে,
কোন শান্ত সমুদ্রের স্নিগ্ধতার সুরে,
নাকি সে মিশে যাবে মানুষের সমুদ্রে।
আজ নির্জন সমুদ্র উত্তাল হয়ে উঠেছে আমার বুকে,
বারবার আছড়ে পড়ছে হাজার প্রশ্নের ঢেউ,
প্রশ্ন গুলোই কেবল সঙ্গী শুধু
উত্তর দেওয়ার মতো আজ আর নেই কেউ।

1 comment: