Tuesday, September 7, 2021

কবিতাগুচ্ছ - দালান জাহান

আমার শৈশব

- দালান জাহান


আমার শৈশব একটা বোতামহীন শার্ট
একটা ভাঙা পেন্সিলে মৃত নদীর ঘ্রাণ নিয়ে
বয়ে চলা সাদা কাশবন
আমার শৈশব একটা আন্তঃনগর ট্রেন
বুক কাঁপানো হুইসেল
একঝাঁক গুয়োশালিকের পাখিকে বাসা।

আমার শৈশব একটা দুর্ভিক্ষের শিবির
ক্ষুধার নানারকম চিত্রশালা
বেঁচে থাকার বাতাস নিয়ে
এক জননীর অন্তহীন ছোঁটা।

আমার শৈশব এখনও আমার মতো
এতো কান্নার মাংসে ডোবে যাওয়া নদীতে
হাত তোলে একজন ঈশ্বর খোঁজা।

শিল্পিত অন্ধকার

- দালান জাহান


লোভ আর অভিশাপের কাল-মিলনে
জন্মেছিলো যে বিকলাঙ্গ শিশু
জোছনার ধবল দুধে ডোবে ডোবে
ক্রমশই ছড়িয়ে যাচ্ছে লাল।

এইযে সমুদ্র
শ্যামরঙা রমণীর আলোয় ভরা চুল
আজ এখানে কেবল নির্লিপ্ত চিৎকার
কেবলই মরা চোখ ঝিনুকের খোল।

আমাদের মৃত বুকে বেড়ে ওঠে অসুস্থ বৃক্ষ
আঁধারে লুকানো মেঘ কালো রমণীর চুল
চার ইঞ্চি কপালে শিল্পিত অন্ধকার
দিনে দিনে বড়ো হয় বয়সের মতো ভুল।

1 comment: