Tuesday, September 7, 2021

ফিরে আয় - মলয় বসু

ফিরে আয়
- মলয় বসু

গাঁথিস আবার মালা পরাস আমার গলে 
পরবো সেই মালা চিন্তে পারিনি তোকে ।
সকল ফুলের হয় না গন্ধ যারা দীপ্তদিনে ফোটে
কত ফুলের বাহার দেখে মোহিত হয় লোকে ।

কত প্রেম পাখির পালক হাওয়ায় তারা ভাসে,
কত প্রেম মেঘের বুকে উজান বেয়ে চলে ।
কত প্রেম শোনেনা বারণ তারা প্রেমান্ধে কানা
কত প্রেম নীল আকাশে মেললো তাদের ডানা ।

কত প্রেম হারিয়ে যায় তপ্ত বালুর মাঝে
কত প্রেম নীরবে কাঁদে ফলগু নদীর বুকে ।
কত প্রেম স্রোতস্বিনী গঙ্গা নদীর ধারা
বলনা তুই কেমন করে বাঁচবো তোকে ছাড়া ?

No comments:

Post a Comment