Tuesday, September 7, 2021

প্রত্যয়হীনতার গান - গোবিন্দ মোদক

প্রত্যয়হীনতার গান

- গোবিন্দ মোদক


'কাল থেকে আর কোনও কাজে ফাঁকি দেব না' 
এই নিশ্চিত প্রত্যয় নিয়ে ঘুমাতে যাই প্রতিদিন। 
অথচ ঘুম-পর্ব পার হতেই 
আমি আবার হয়ে উঠি বল্গাহীন ঘোড়া 
যার সামনের পা'দুটি জুড়ে শুধুই তুফান, 
পেছনের পা'দুটিতে অতলান্ত প্রত্যয়, 
আর কষ নেমে আসা ফেনায়
বিধ্বংসী টর্নেডোর রণহুঙ্কার।

কিন্তু এভাবে দিন দিন নিজের কাছে 
হেরে যেতে মন চায় না। 
অতএব কিছু গান বাজনার আয়োজন করি, 
হাতে হাত মেলাই, সুর বাজাই,
আর বিস্মৃতির সমূহ অন্তরালকে বিস্মৃত হয়ে 
রচনা করি স্বঘোষিত কোনও শর্তাবলী। 
মনে বিশ্বাস রাখি ---
কাগজও জানে না কলমের মনের কথা। 
কাজেই যে প্রত্যয় নিয়ে প্রতিদিন ঘুমোতে যাই, 
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তার সলিল সমাধি ঘটে 
নিরুচ্চার উচ্চারণে। 

No comments:

Post a Comment