Tuesday, September 7, 2021

তোমার জন্যে - জগদ্বন্ধু হালদার

তোমার জন্যে
- জগদ্বন্ধু হালদার

প্রথম তোমায় দেখেছিলাম অলকানন্দা ফোটা ভোরে,
তোমার জন্যে হৃদাকাশে তখনি আমার ইচ্ছেঘুড়ি উড়ে।
তোমার জন্যে এলোমেলো বৃষ্টি নামে মনের খোলাপথে,
কোথাও তোমায় পাইনে খুঁজে বিকেল কিংবা রাতে।

তোমার জন্যে সাগর নদী ছলছলিয়ে উঠে 
উঠোন কোনে নয়নতারা, দোপাটি ফুল ফোটে, 
ভালোবাসার গানগুলো আজ বিহাগসুরে বাজে,
রাতের আলোয় শাপলা ফোটে ডাহুক মরে লাজে! 

তোমার জন্যে প্রতীক্ষাতে কবিতার ছন্দগুলো কাঁদে, 
প্রহরগুলো দুঃখ বিলায়,জীবন পড়লো বিষাদনদীর ফাঁদে।

1 comment: