Tuesday, September 7, 2021

ছন্দছাড়া কবিকুলের প্রতি - শিবপ্রসাদ পুরকায়স্থ

ছন্দছাড়া কবিকুলের প্রতি

- শিবপ্রসাদ পুরকায়স্থ


আবেগ আটকে যায় ছন্দের বেড়ে
গদ্য কবিতা যায় সারা মাঠ তেড়ে
ওখানে দৈন্যের বাড়া
এখানে লাগাম ছাড়া
কবিকুল দোটানায় নেবে, কাকে ছেড়ে?

বাঁধা হলে যা দেবেই খায় শুনে থাকি
উদোমের রুচি হয় রাজসিক নাকি?
বাঁধা, মুখ চেপে খায়
ছাড়া,খাদ্য শুকে যায়
কবিকুল কোন শ্রেণি চেনা আর বাকি?

যে রাঁধে সে চুল বাঁধে সেটা যদি হয়
গদ্যের আগেই কেন ছন্দ চর্চা নয়?
নিরেট গদ্য না রোচে
ছন্দে বিরক্তি ঘোচে
কবিকুল না বুঝলে আগামীতে ভয়।

বিষয় আর ছন্দের যথাযথ হ'লে-
হৃদয়ে দোলা লাগে,যারা দোলাচলে
কোনটা আবেগ নয়?
জোর করে যেটা হয় -
কবিকুল পাঠে খুশী নিজে শ্রোতা হলে।

নিরেট গদ্য সে তো নিরেটের মতো
ছান্দসিক ছন্দে কাঁচা বলছিনা অত
ছন্দের আকালে গান
অকালে হারায় প্রাণ,
কবিকুল অন্নছাড়া ছন্দছাড়া নাতো। 

No comments:

Post a Comment